• February 23, 2025

মানিকছড়ি বিএনপির উদ্যোগে মাতৃভাষা দিবস পালন

 মানিকছড়ি বিএনপির উদ্যোগে মাতৃভাষা দিবস পালন

মো.আকতার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি:-

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মানিকছড়ি উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর একটি র‍্যালি নিয়ে উপজোলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম,সহ-সভাপতি আবুল কাশেম মাস্টার, সাধারণ সম্পাদক মীর হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাস্টার,উপজেলাযুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মীর হোসেন, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মহি উদ্দিন কিশোর,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার আমিরুল ইসলাম রকি, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,উপজেলা উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান, কলেজ ছাত্রদলের আহবায়ক রাকিব হোসেনসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের নেতা শাহাদাত হোসেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply