• March 14, 2025

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা

 রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের মালিক মো. সাইফুল ইসলামকে ২(দুই) লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

১১ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ১নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম লামকু গ্রামে বালু উত্তোলনকারীর সাথে জরিত ব্যাক্তি মো: সাইফুল ইসলামকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করে নেন ভ্রাম্যমান আদালত। জানাগেছে- অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনে জরিত থাকার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় উক্ত ব্যাক্তিকে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন জানান, উপজেলার একমাত্র বৈধ পয়েন্ট ব্যতিত অন্য কোন পয়েন্টে কাউকে অবৈধ পন্থায় বালু উত্তোলন করতে ছাড় দেয়া হবে না। এ অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান,আদায়কৃত অর্থ দ্রুত সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা প্রদান করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply