বিপিএম পদক পেলেন খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল

স্টাফ রিপোর্টার: দায়িত্বশীলতা, নিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের অন্যতম মর্যাদাপূর্ণ “বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)” পদকে ভূষিত হয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
২৯ এপ্রিল মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস ময়দানে পুলিশ সেবা সপ্তাহ–২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার হাতে এ পদক তুলে দেন। এদিন আরও ৬১ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়।
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে পুলিশ সুপার হিসেবে যোগ দেন মো. আরেফিন জুয়েল। এর আগে ‘জুলাই-আগস্ট বিপ্লবে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে পাহাড়ি এই জেলা অস্থির হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে দায়িত্ব পান তিনি। জেলায় দায়িত্ব গ্রহণের পরপরই একাধিক চাঞ্চল্যকর ও ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটনে তার নেতৃত্বে পুলিশ বাহিনী সাফল্য দেখায়।
পদকপ্রাপ্তির প্রতিক্রিয়ায় পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘দেরিতে হলেও নিষ্ঠা-সততার ফল পেলাম। এটা আমার জন্য শুধু সম্মান নয়, দায়িত্বও। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবে যারা শহিদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সরকার যদি এভাবে সঠিকভাবে মূল্যায়ন করে, তাহলে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য উৎসাহিত হবেন দায়িত্ব পালনে।’
প্রশংসিত সাহসিকতা, কর্মদক্ষতা ও পেশাগত সততার প্রতীক হিসেবে মো. আরেফিন জুয়েল যেভাবে খাগড়াছড়িতে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তা শুধুমাত্র পুলিশ বাহিনীর জন্য নয়, গোটা রাষ্ট্রযন্ত্রের জন্যও এক ইতিবাচক বার্তা।