লক্ষ্মীছড়িতে ভূমি মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: “নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় ভূমি উন্নয়ন মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ১৫ মে রোববার লক্ষ্মীছড়ি উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে চলছে এ ভূমি মেলা । চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
বর্ণাঢ্য র্যালিতে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সফিউল আলম, হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এই মেলা ২৫ থেকে ২৭ মে পর্যন্ত জনগণ সরাসরি ভূমি বিষয়ক বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন বলে আয়োজকরা জানান।