• July 4, 2025

দীঘিনালায় মহিলাদলের উঠান বৈঠক: ওয়াদুদ ভূইয়াকে সংসদে পাঠানোই মূল উদ্দেশ্য

 দীঘিনালায় মহিলাদলের উঠান বৈঠক: ওয়াদুদ ভূইয়াকে সংসদে পাঠানোই মূল উদ্দেশ্য

মো: আল আমিন, দীঘিনালা: দীঘিনালায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা: মোর্শিদা বেগম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদিকা মোছা: মনোয়ারা বেগম।

প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, জেলা মহিলা দলের সহ-সভানেত্রী মারিয়ম আক্তার মনি, যুগ্ন সাধারণ সম্পাদক আকলিমা খানম, সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ, দীঘিনালা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতালেব হোসেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আব্দুল খালেক ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লোকমান হোসেন।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। তারা খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply