লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন করা হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বিকেলে জনপ্রিয় এ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম, পিএসসি, জি। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সেটু কুমার বড়ুয়া সকলকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। এছাড়াও থানার অফিসার ইনচার্জ মু. খালেদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অংগ্য প্রু মারমাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ খেলা উপভোগ করেন। বৈরী আবহাওয়া সত্বেও ছাতা মাথায় দিয়ে বিপুল দর্শক এ খেলা উপেভোগ করেন।
বিকেল ৪টা ২৫মিনিটের সময় রেফারি রাজন চাকমার প্রথম বাঁশিতে এফসি লেলাং ফুটবল একাদশ বনাম বাইন্যাছোলা রাইজিং স্টার ক্লাব এর মধ্যে খেলা শুরু হয়। প্রথমার্ধের ১৮মিনিটের মাথায় এফসি লেলাং ফুটবল একাদশের ১৭ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় থুইহলা মং মারমা গোল করে দলকে এগিয়ে রাখে। এরপর বাইন্যাছোলা রাইজিং স্টার ক্লাব মরিয়া হয়ে ওঠে গোল পরিশোধ করে সমতায় আসতে। এরি মধ্যে শেষ হয় প্রথমার্ধের ৩০ মিনিটের খেলা। দ্বিতীয়ার্ধের ৮মিনিটের মাথায় এফসি লেলাং ফুটবল একাদশের ১৭ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় থুইহলা মং মারমা আবারো গোল করে ব্যবধান বাড়ায় ২-০ তে। বারবার চেষ্টা করেও গোল করতে ব্যার্থ হয় বাইন্যাছোলা রাইজিং স্টার ক্লাবের খেলোয়াড়রা। ফলে জয় নিয়ে সেরা ষোলতে ওঠে গেলো এফসি লেলাং ফুটবল একাদশ।
৩২টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট চলবে নকআউট পদ্ধতিতে। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এ টুর্নামেন্টর আয়োজন করে। প্রতিদিনি ৪টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
যে সকল টীম খেলায় অংশ গ্রহণ করছে: আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই আবারো শুরু হবে ফুটবল প্রতিদ্বন্ধিতার লড়াই। তুল্যা কার্বারী পাড়া মোনঘর একাদশ বনাম মিটিয়াছড়ি ফুটবল একাদশ,সম্প্রীতি বাজার একাদশ বনাম লক্ষ্মীছড়ি চ্যালেন্জার্স এলিভেন, বারদোনা পারিবং ক্লাব বনাম থাইল্যা পাড়া ছদগ্ ফুইত্তে ক্লাব, দেওয়ান পাড়া একঝদা ভালেদি সংঘ বনাম হাজাছড়ি রাইজিং স্টারস্, যতীন্দ্র কার্বারী পাড়া একাদশ বনাম মগাইছড়ি একাদশ, শুকনাছড়ি জুম ঘর ক্লাব বনাম ময়ূরখীল এম. কে রাইডার্স, বিনাজুড়ি পাড়া জুনিয়র ফুটবল একাদশ বনাম টংতুল্যা পাড়া ওয়াসানা ক্লাব, সুমন্ত পাড়া মরাচেঙ্গী ফুটবল একাদশ বনাম পূর্ব হাজাছড়ি পাড়া একঝদাবল ক্লাব ফুটবল টিম, মেজালে একাদশ বনাম শিলছড়ি পাড়া ফুটবল একাদশ, চাইল্যাতলী একতা সংঘ বনাম লক্ষ্মীছড়ি জুনিয়র টিম, FC দন্ডিপাড়া পাইওনিয়ার্স ক্লাব, দন্ডিপাড়াবনাম লাবাঃ আড়ং ক্লাব, হলুদিয়া পাড়া, বেলক্ক পাড়া মোনঘর ক্লাব বনাম দুল্যাতলী জুনিয়র টিম, দুল্যাতলী ড্রাগন স্পোর্টিং ক্লাব বনাম বেলতলী পাড়া জুনিয়র একাদশ, উদিবং ক্লাব, মধ্যপাড়া বনাম জুমফুল একাদশ, জুনপহর ক্লাব, জুর্গাছড়ি, বটথলী পাড়া ফুটবল একাদশ বনাম লক্ষ্মীছড়ি থানা ফুটবল টিম।