খাগড়াছড়ি জেলা পরিষদের গোপন কক্ষে পাওয়া গেলো বিপুল পরিমাণ টাকা, অভিযুক্ত হতে পারেন জিরুনা ত্রিপুরা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের একটি তালাবদ্ধ গোপন কক্ষে পাওয়া গলো বিপুল পরিমাণ টাকা। উদ্ধার হওয়া এ টাকার পরিমাণ ৮ লাখ ৮২ হাজার ৬০০ টাকা। ৯ জুলাই বুধবার দুপুরে পরিষদের নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরার নেতৃত্বে কক্ষটি খোলা হলে ফাইল কেবিনেটের ভেতর থেকে এই বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। পরিষদের নির্বাহী কর্মকর্তা, সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে কক্ষটি খোলা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া অর্থ সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার দায়িত্বকালীন সময়ে সেখানে রাখা হয়েছিল বলে তাদের ধারণা করা হচ্ছে।
পরিষদের একাধিক কর্মকর্তা অভিযোগ করে বলেন, “কক্ষটি ছিল জিরুনা ত্রিপুরার ব্যক্তিগত ব্যবহারের জন্য নির্ধারিত এবং একমাত্র তিনিই এর চাবির অধিকারী ছিলেন। কাউকে ওই কক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হতো না।” এ অবস্থায় কক্ষ থেকে এত বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারে পরিষদে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, “একটি সরকারি প্রতিষ্ঠানে এত নগদ অর্থ গোপনে রাখা চরম অনিয়ম ও প্রশ্নবিদ্ধ। কীভাবে এবং কেন এই অর্থ এখানে রাখা হয়েছিল, তা তদন্তের মাধ্যমে বের করা হবে। ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং উদ্ধারকৃত অর্থ প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।”
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে। এদিকে সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে কল দিলে তিনি কল রিসিভ করেননি এবং কোনো বক্তব্য নেয়া সম্ভব হয় নি।