লক্ষ্মীছড়িতে জাসাস’র আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

১৯ জুলাই শনিবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লক্ষ্মীছড়ি সংগিত বিদ্যালয়ের পরিচালক মো: মোবারক হোসেন এর সভাপতিত্বে আয়োজিত কমিটি গঠন উপলক্ষে আলোচনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা জাসাস’র ভারপ্রাপ্ত সভাপতি মো: ইউনুছ, জেলা জাসাস’র সাধারণ সম্পাদক মো: ফারুক মিয়া, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম হেলাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি অংগ্য প্রæ মারমা, সাংগঠনিক সম্পাদক মো: শামসুল ইসলাম ও রেজাউল করিম, উপজেলা যুবদলের আহবায়ক মো: মকবুল আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: আনিসুল রহমান। 

সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে মো: আল -আমিন আহবায়ক ও মো: সুলতান হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট জাসাস’র লক্ষ্মীছড়ি উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জাসাস’র শিল্পীরা সংগিত পরিবেশন করেন।

Read Previous

ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

Read Next

মাটিরাঙ্গায় বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

Leave a Reply

Most Popular