স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
১৯ জুলাই শনিবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লক্ষ্মীছড়ি সংগিত বিদ্যালয়ের পরিচালক মো: মোবারক হোসেন এর সভাপতিত্বে আয়োজিত কমিটি গঠন উপলক্ষে আলোচনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা জাসাস’র ভারপ্রাপ্ত সভাপতি মো: ইউনুছ, জেলা জাসাস’র সাধারণ সম্পাদক মো: ফারুক মিয়া, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম হেলাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি অংগ্য প্রæ মারমা, সাংগঠনিক সম্পাদক মো: শামসুল ইসলাম ও রেজাউল করিম, উপজেলা যুবদলের আহবায়ক মো: মকবুল আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: আনিসুল রহমান।
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে মো: আল -আমিন আহবায়ক ও মো: সুলতান হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট জাসাস’র লক্ষ্মীছড়ি উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জাসাস’র শিল্পীরা সংগিত পরিবেশন করেন।