মাটিরাঙ্গায় বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও ইউপিডিএফ’র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।  ২০ জুলাই রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পরে অভিযান চালিয়ে ২টি রাইফেল, ১টি পিস্তল, ১টি শর্টগান ও ১৬ রাউন্ড গুলিসহ অন্যন্য সরঞ্জামাদি উদ্ধার করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে এ বিষয়ে বিজিবির যামিনী জোনের পক্ষ থেকে বিস্তারিত জানা যায়নি। বিজিবি ও স্থানীয় সুত্রে এ জানায়, মাটিরাঙ্গার সীমান্তবর্তী পুং পাড়া ইউনিয়নের তং পাড়া এলাকায় যামিনী পাড়া জোনের আওতাধীন বিজিবির একটি টহল দলের সাথে ইউপিডিএফ মূল সংগঠনের (প্রসীত) সাথে গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থলের আশপাশে অভিযান চালায় বিজিবি। ঘটনাস্থল থেকে রাইফেল, পিস্তল, শর্টগান, গুলিসহ ইউপিডিএফর ফেলে যাওয়া বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বিকেলে এ বিষয়ে বিজিবি যামিনী পাড়া জোন থেকে একটি ব্রিফিং করার কথা রয়েছে।

Read Previous

লক্ষ্মীছড়িতে জাসাস’র আহবায়ক কমিটি গঠন

Read Next

পাহাড়ে শান্তি আনতে পাহাড়ি-বাঙ্গালী ঐক্য গড়তে হবে- নাহিদ

Leave a Reply

Most Popular