মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’–এর কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাছিরুল আলম।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। সঞ্চালনায় ছিলেন কৃষি উপসহকারী কর্মকর্তা মো. সামীমুল আরবার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আহসানুল হক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরত্ন চাকমা, পার্টনার কংগ্রেস সদস্য মো. সিরাজুল ইসলাম ও মোছা: সালমা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে মো. বাছিরুল আলম বলেন, “আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জের। খাদ্য উৎপাদনে ঘাটতি হলে দেশ সংকটে পড়বে। তাই কৃষকদের জৈব পদ্ধতিতে পুষ্টিকর ফসল উৎপাদনে মনোযোগ দিতে হবে। পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের প্রশিক্ষণ কাজে লাগিয়ে কীটনাশক কমিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। সমাবেশে দীঘিনালার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।