দীঘিনালায় নবাগত ইউএনও’র সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

মো: আল আমিন, দীঘিনালা: দীঘিনালা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা মো: মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলামসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ।

নেতারা নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখায় সহযোগিতার আশ্বাস দেন।

ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, “উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সহযোগিতা কাম্য। সবাই মিলে কাজ করলে দীঘিনালাকে একটি উন্নত ও শান্তিপূর্ণ উপজেলায় রূপান্তর করা সম্ভব।”

Read Previous

দীঘিনালায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের দিনব্যাপী সমাবেশ

Read Next

লক্ষ্মীছড়িতে এক যুবকের আত্মহত্যা

Leave a Reply

Most Popular