খাগড়াছড়িতে পিসিপি (গণতান্ত্রিক) ও ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের পতনের ১বছর পূর্তি উপলক্ষ্যে পাহাড়ি ছাত্র পরিষদ (গণতান্ত্রিক) ও ইউপিডিএফ প্রসিত গ্রুপ পৃথক পৃথক ভাবে শোভাযাত্রা মিছিল বের করে।

মঙ্গলবার সকালে শহরের চেঙ্গি স্কয়ার মোড়ে এসে মুখোমুখি হয়। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে গুলি বিনিময় ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এসময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পাহাড়ি ছাত্র পরিষদের (গণতান্ত্রিক) শহরের চেঙ্গী স্কোয়ার থেকে শোভাযাত্রাটি পূণরায় শুরু করে সূর্য শিখা ক্লাবের সামনে এসে সমাবেশ করে। এতে পাহাড়ী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কলিন চাকমা বক্তব্য রাখেন।

ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা বলেন, শান্ত মিছিলে ইউপিডিএফ প্রসীত গ্রুপ হামলা করেছে। তবে কোনো গুলি বিনিময় হয়নি বলে জানান তিনি। অন্যদিকে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা তাদের মিছিলে পাল্টা হামলা করেছে বলে দাবি করে বলেন এ হামলায় একজন আহত হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনসার্চ মোঃ আব্দুল বাতেন মৃদা বলেন, দু’পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তবে গুলি বিনিময়ের কোনো ঘটনার সত্যতা পাওযা যায়নি এখনো।