মহালছড়িতে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় মিছিল বিএনপির 

শেয়ার করুন

মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি: মহালছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তেলনের মাধ্যমে আজকের গণ-অভ্যুত্থানের বিজয় মিছিলের সুচনা করা হয়। পরে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে বিএনপির অফিস হয়ে মহালছড়ি বাজার, কলা বাজার রোড হয়ে উপজেলা সদরে বিভিন্ন রোড প্রদক্ষণ করে পুনরায় মহালছড়ি উপজেলা পরিষদ চত্বরে সবাই সমবেত হয়।

পরে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর সাত্তারের এর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে  সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

শহীদদের স্মৃতির স্মরণে আলোচনা সভায় বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা গত বছরের আজকের এই দিনে আওয়ামী লীগের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি নতুন স্বাধীনতা এদেশের মানুষকে উপহার দিয়েছে। বিএনপি’র অবদান মানুষ মনে রাখবে।

এ সময় তিনি পাঁচ ই আগস্ট স্মরণ করে বলেন,জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছে,শিক্ষার্থীদের অবদান এ জাতী মনে রাখবে,তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দিনমজুর,শ্রমিক,কৃষক,রিক্সা চালক সকল পেশার মানুষ অংশ নিয়েছিলেন জুলাই আগস্ট-গণঅভ্যুত্থানে,যারা স্বৈরাচার সরকারের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন,সেই শহীদদের স্মৃতি আমাদের ভোলার নয়,আমরা তাদের স্মরণ করব আজীবন।

এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক,   সি.সহ-সভাপতি আব্দুল আজিজ মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম, মহালছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ বেলাল হোসেন, মহালছড়ি উপজেলা মহিলা দলের সভানেত্রী মনি খন্দকার সহ, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।