মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। শুক্রবার গভীর রাতে বেতছড়ি সাব জোনের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
সেনা সূত্র জানায়, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইউনুসের নেতৃত্বে সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে আনা বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ হয়, যার বাজারমূল্য কয়েক লাখ টাকা। স্থানীয় বাজারে বিক্রির প্রস্তুতির সময় এগুলো আটক করা হয়।
দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক, পিএসসি জানান, জব্দ মালামাল কাস্টমসের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। মাদক ও চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।