খাগড়াছড়ির গুইমারা উপজেলার বরইতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফ মূল দলের একজন কালেক্টর কলইপা ত্রিপুরা (৩৫) অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। সে গুইমারা উপজেলার বরইতলীএলাকার দয়া ভোষন ত্রিপুরার ছেলে।
রবিবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিন্দুকছড়ি জোনের একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন বরইতলী এলাকায় এলআরপি ডোমিনেশনের সময় গোপন তথ্যের ভিত্তিতে অবৈধ কাঠবোঝাই গাড়ি থেকে চাঁদা নিতে আসা ওই কালেক্টরকে আটক করা হয়।
অভিযানে একটি দেশি লংগান (এলজি), একটি কার্তুজ এবং একটি বাটন ফোন উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিকে রাত ১২টা ৩০ মিনিটে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামূল হক বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”