অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় অবৈধভাবে সীমান্ত পার করে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় চকলেট, ঔষধ ও পারফিউম জব্দ করতে সক্ষম হয়েছে মাটিরাঙ্গা সেনা জোন । জব্দকৃত বিদেশী এসব অবৈধ পণ্য সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ১৮ হাজার ২শত ৬০ টাকা ।
মাটিরাঙ্গা সেনা জোনের সূত্র জানিয়েছে, গতকাল ২০ আগস্ট রাত সাড়ে এগারোটার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম এর নির্দেশনায় ওয়ারেন্ট অফিসার আশেক এলাহীর নেতৃত্বে মাটিরাঙ্গার চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয় ।
অভিযান পরিচালনা সম্পর্কে মাটিরাঙ্গা জোন কমান্ডার লেপ্টেন্যান্ট কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি জি বলেছেন, অবৈধ চোরাচালান রােধকল্পে মাটিরাঙ্গা জোন সর্বদা তৎপর রয়েছে মন্তব্য করে জোন এলাকার অভ্যন্তরে সংগঠিত যে কােনো অপরাধমূলক কর্মকান্ড দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে । এছাড়াও জব্দকৃত মালামাল রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে জোন সূত্র ।