মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলা মহালছড়ি উপজেলা সনাতনীরা যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সার্বজনীন ‘বিশ্বের স্রষ্টা’ হিসেবে পূজিত দেবতা শ্রী শ্রী বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিনের আয়োজন করে। বিশ্বকর্মা পূজা বা বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে একটি হিন্দুধর্মীয় উৎসব। হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পূজা করা হয়। তিনি স্বয়ম্ভু এবং বিশ্বের স্রষ্টা হিসাবে পূজিত হন। ১৭ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী মহালছড়ি টিলাপাড়াস্থ গোধার পাড়ে শ্রী শ্রী বিশ্বকর্মা দেবতার পূজা পালিত হয়েছে।
মহালছড়ি উপজেলার বিশ্বকর্মা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জনি সেন বলেন, স্বর্ণকার, কর্মকার, নরসুন্দর এবং দারুশিল্প, স্থাপত্যশিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন। দেশের অন্যান্য স্থানের মত খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার স্বর্ণকার, কর্মকার, নরসুন্দরসহ অন্যান্য ব্যবসায়ীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পালন করেছেন। এদিন সনাতন ধর্মাবলম্বীরা স্ব স্ব ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানাসহ অন্যান্য শিল্প সম্পর্কিত প্রতিষ্ঠানে শ্রী শ্রী বিশ্বকর্মা দেবতার পূজা উদযাপিত হয়েছে।
উপজেলার সনাতনীদের বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহালছড়ি উপজেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ মেম্বারের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। আয়োজক কমিটির সভাপতি পলাশ ধর এবং সাধারণ সম্পাদক জনি সেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দের পুজা মন্ডপে স্বাগত জানান।পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বী সকলের উদ্দেশ্যে মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বলেন, আপনারা আমাদের ভাই, আমাদের বোন। আমরা একে অপরের আপনজন। কোন অশুভ শক্তি আমাদের সম্পর্ক ছিন্ন করতে পারবে না, জানিয়ে তারা বলেন, বিএনপি আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পরে তারা পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পূজা শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।