স্টাফ রিপোর্টার: সংগঠনকে গতিশীল করা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা যুবদলের ওয়ার্ড পর্যায় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ডিপি পাড়া এলাকায় লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের এ সংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: মকবুল আহমেদ। এছাড়া যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান ও মো. হাশেম, লক্ষ্মীছড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সোহাগ মির্জা প্রমুখ বক্তব্য রাখেন। ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রমজান আলীর সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা আগামী জাতীয় নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনের বিএনপি প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, এলাকায় কোনো প্রকার হিংসা-বিদ্বেষ নয়, শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে শক্তিশালী করতে হবে।