মানিকছড়ি উপজেলা বিএনপি নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা

শেয়ার করুন

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা বিএনপি নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভূইয়া।

প্রধান বক্তা খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,  খাগড়াছড়ি জেলা বিএনপি যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু। এছাড়াও খাগড়াছীড় জেলা বিএনপির অর্থ সম্পাদক জহির আহম্মদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর। 

সভায় সভাপতিত্ব করেন নবগঠিত মানিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক, মো: হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবগঠিত মানিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব মীর হোসেন। মানিকছড়ি উপজেলা বিএনপিসহ জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।