মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় শারদীয় দুর্গাপূজা ও কঠিন চীবর দান উৎসবকে সামনে রেখে শান্তিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ “সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, সম্প্রীতি শুধু একটি শব্দ নয়, এটি একটি চর্চা যা আমাদের সমাজকে শান্তি ও সৌহার্দ্যের পথে এগিয়ে নিয়ে যায়। উপদেষ্টা সকল ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষকে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কৃষি উন্নয়নে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, হলুদ ও আদা গ্র্যান্ডিং মেশিনের ড্রাইসহ প্যাকেটজাতকরণ এবং কাঁঠালকে চিপস বা পাউডারে রূপান্তর করে শুকনো খাবার প্যাকেজিংয়ের ব্যবস্থা করতে হবে।
তিনি সকল সম্প্রদায়ের সহযোগিতায় দেশের মূলধারার সঙ্গে একীভূত হয়ে অর্থনৈতিক সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। সভায় পার্বত্য অঞ্চলে শান্তি, সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে সকলে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, পলাশপুর ৪০ বিজিবির জোন কমান্ডার লে.কর্নেল শাহীনুল ইসলাম পিএসসি জি, মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহিম আধহাম পিএসসি, জি, জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম সুমন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহাজালাল কাজল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা উপজেলা আমির মাওলানা আব্দুল জলিল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি মো. নুর আলম, মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. হারুনুর রশিদ, খাগড়াছড়ি জেলা কার্বারী এসোসিয়েশন সহ-সভাপতি, বাধীরাম কার্বারী, মাটিরাঙ্গা উপজেলা সনাতন ঐক্য পরিষদের সভাপতি স্বপন কান্তি পাল, খ্রিস্টান ফোরামের আহ্বায়ক সুনী ত্রিপুরা, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি আমির হোসেন রনিসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।