রতন বৈষ্ণব ত্রিপুরা,রামগড়: খাগড়াছড়ি পার্বত্য জেলার চলমান সহিংস পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষে রামগড়ে উপজাতীয় সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সম্প্রীতি সভা করেছে রামগড় উপজেলা ও পৌর বিএনপি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রামগড় উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে রামগড় উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আয়োজনে এ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। সভায় রামগড় উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন এর সভাপতিত্বে সম্প্রীতি সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সমন্বয়ক হাফেজ আহম্মদ ভূইয়া, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন-সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, হেডম্যান এসোসিয়েশন সভাপতি ও হেডম্যান বরুন বিকাশ রোয়াজা, কারবারি এসোসিয়েশনের সভাপতি ও কারবারি আনন্দ মোহন ত্রিপুরা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মংশাপ্রু কারবারি, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের আহবায়ক হরিসাধন বৈষ্ণব, সাবেক ইউপি সদস্য বুলু কারবারি, সাবেক ইউপি সদস্য চাইওয়া চৌধুরী, সাবেক ইউপি সদস্য ধনঞ্জয় ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের সম্পাদক অজয় ত্রিপুরা, মারমা যুব কল্যাণ সংসদের সভাপতি উক্যচিং চৌধুরী, কার্বারী ভবানী ত্রিপুরা, মংশানু মারমাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন- যুগ্ম- সম্পাদক ইলিয়াস হোসেন- যুগ্ন-সম্পাদক আইনজীবী করিম উল্ল্যাহ- সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার সভাপতি রাজেন্দ্র ত্রিপুরা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার সভাপতি সুজাই চৌধুরী, ২৩৫ নং নাকাপা মৌজার হেডম্যান আপুষু চৌধুরী সহ বিভিন্ন এলাকা থেকে আগত হেডম্যান ও কারবারি, মারমা, ত্রিপুরা’র অভিভাবক নেতৃবৃন্দ।
বক্তাগন বলেন, খাগড়াছড়ি ইস্যুতে নানা গুজব ছড়িয়ে পড়ছে। সম্প্রতি খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। চলছে খাগড়াছড়ি জেলা শহরসহ গুইমারা উপজেলা এলাকায় ১৪৪ ধারা জারি। সব মিলিয়ে জেলা উপজেলার পাশাপাশি তিন পার্বত্য জেলায় সাধারণ জনগনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এদিকে রামগড় উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন সম্প্রীতি সভায় বলেন, খাগড়াছড়ির জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া নির্দেশে আমরা চাই আমাদের রামগড় উপজেলায় বসবাসরত পাহাড়ি-বাঙ্গারীসহ অন্যান্য জাতিগোষ্ঠীদের নিয়ে শান্তি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকি। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না জড়ানোর আহবান জানান।