লক্ষ্মীছড়িতে ওয়াদুদ ভূইয়ার পক্ষে ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নির্বাচনী  প্রচারণা শুরু করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। বিকেলে বাজার ও উপজেলা সদর ও বেলতলী পাড়া এলাকা এ প্রচারণা ও গণসংযোগ চালানো হয়।

লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির  সভাপতি মো: ফোরকান হাওলাদারের নেতৃত্বে অনুষ্ঠিত “ভোট ফর ধানের শীষ” গণসংযোগে অংশ নেন উপজেলা বিএনপির নেতবৃন্দসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, বলেন, ২০০১সালের উন্নয়নের বার্তা নিয়ে ওয়াদুদ ভূইয়ার পক্ষে ধানের শীষ প্রতী নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছি, এলাকায় ব্যাপক সারা পাওয়া যাচ্ছে। এ প্রচারণার কার্যক্রম পুরো উপজেলায় আরো গতিশীল করা হবে বলে তিনি জানান।

উপজেলা বিএনপির  সভাপতি মো: ফোরকান হওলাদার বলেন, জনাব তারেক রহমানের রাষ্ট্র সংস্করের ৩১ দফা বাস্তয়নের বার্তা নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা আশা করি ধানের শীষ প্রতীক এই জেলায় বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাল্লাহ।