খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মোল্লা পাড়া গ্রামের অসহায় মো. শহিদুল ইসলামের পাশে দাঁড়িয়েছে ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশন। ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ফাউন্ডেশনের পক্ষ থেকে পানছড়ি উপজেলা বিএনপি ও উপজেলা যুবদলের উদ্যোগে তাকে মুদি দোকান চালুর জন্য প্রয়োজনীয় মালামাল উপহার দেওয়া হয়।
অসহায় শহিদুল ইসলাম বলেন, “গত আওয়ামী লীগ সরকারের আমলে আমি অর্থনৈতিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। এরপর থেকে সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়ে। আজকের এই সহায়তা আমার নতুন করে বাঁচার সাহস দিয়েছে।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবছার, সদস্য সচিব মো. সেলিম কোম্পানি এবং উপজেলা যুবদলের অন্যান্য নেতাকর্মীরা। ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।