লক্ষ্মীছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীছড়ি উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ১ নভেম্বর শনিবার দিবসটি পালন উপলক্ষে সকাল ১১টায় একটি র‌্যালি বের করা হয়। এর আগে জাতীয় সংগিত পরিবশেনের মধ্য দিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি উপজেলা সমবায় কর্মকর্তা (অ:দা:)  মোঃ লোকমান হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া।  এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: মোবারক হোসেন, থানার এসআই মো: আবুল কালাম আজাদ, শিক্ষক বিজয় কুমার চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ত্রিদীপ চাকমা।

বক্তারা সমবায় দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের ব্যবহার করে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সমবায়ের মাধ্যমে আত্মকমংসংস্থান সৃষ্টি করে সাফল্য অর্জনের মাধ্যমে ক্ষুদা ও দার্দ্রি দুর করা সম্ভব।