স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে ওয়াদুদ ভূইয়াকে প্রার্থী ঘোষণা করেছেে আজ বিকেল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশের সম্ভব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। ধারবাহিকভোবে একে একে দেশের বিভিন্ন অঞ্চলের আগামী জাতীয় নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করার এক পর্যায়ে খাগড়াছড়ি আসনে ওয়াদুদ ভূইয়ার নাম ঘোষণা করা হয়। ১৯৮৯ সালে তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২৯৮ নং খাগড়াছড়ি আসনে ত্যাগ শ্রম সংগ্রাম,সততা সুনাম ও জনপ্রিয়তা শীর্ষে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগডাছডি জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে আসছিলেন।
দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ওনার সকল নেতা কর্মীদের সাথে নিয়ে সংগ্রাম করেছেন, ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়িয়েছি,তাই ত্যাগ ও সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দেশ ও দলের জন্য সবচেয়ে বেশী ত্যাগ স্বীকারকারী প্রাথী ওয়াদুদ ভূঁইয়া