অন্তর মাহমুদ মাটিরাঙ্গা: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়ন এর মাটিরাঙ্গার ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের আওতাধীন তৈকাতং আর্মি ক্যাম্পের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর,) বিকালে নারায়ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তৈকাতং আর্মি ক্যাম্পের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচটি উদ্বোধন করেন তৈকাতং আর্মি ক্যাম্প কমান্ডার মেজর গাফফারুজ্জামান, পিএসসি’।
প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে তৈকাতং আর্মি ক্যাম্প ও নারায়ণপাড়া পাহাড়ি যুব সমাজ। খেলায় তৈকাতং আরবারি পাড়া যুব ক্লাব ২–০ গোলে আর্মি ক্যাম্প দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি বিজয়ী ট্রফি ও ১৫ সেট জার্সি প্রদান করা হয়।
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর ভাবে ফুটবল প্রীতিম্যাচ সমাপ্ত হয়। অসংখ্য ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।