খাগড়াছড়িতে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্য নিয়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চসহ নানা গুরুত্বপূর্ণ শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। পরে জেলা সদরের ২০টি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্নতমানের বেঞ্চ এবং প্রতিষ্ঠানগুলোর জন্য আলমারি–সহ প্রয়োজনীয় আসবাবপত্র প্রদান করা হয়। স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে এসব সামগ্রী তুলে দেন চেয়ারম্যান।

এ সময় জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত থেকে পুরো বিতরণ কার্যক্রমে অংশ নেন। সামগ্রী বিতরণ শেষে বক্তব্যে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, “খাগড়াছড়িতে শিক্ষার পরিবেশ উন্নয়ন ও মানসম্মত পাঠদান নিশ্চিত করতে জেলা পরিষদ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি বিদ্যালয়গুলোও যাতে সমান সুযোগ পায়, সেজন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। চাহিদার ভিত্তিতে পর্যায়ক্রমে আরো সরঞ্জামাদি বিতরণ করা হবে।”

স্থানীয় শিক্ষকদের মতে, এসব বেঞ্চ ও সরঞ্জাম শিক্ষার্থীদের শেখার পরিবেশকে আরও সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করবে। এতে বিদ্যালয়গুলোর শিক্ষার মানও উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেন। খাগড়াছড়িতে শিক্ষার অগ্রযাত্রায় এ উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় হিসেবে দেখছেন সচেতন মহল।