খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে কমিউনিটি লার্নিং সেন্টারের উদ্যোগে মাঠ দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বানছড়ামুখ হেটম্যান পাড়ার কৃষকদের নিয়ে মাঠ দিবস উপলক্ষ্যে কৃষকদের বিষমুক্ত কৃষি চাষ ও পরামর্শ মূলক অভিজ্ঞতা তুলে ধরা হয়।
এসময় খাগড়াছড়ি তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ব্যবস্থাপক স্যুইচিঅং মারমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
মাঠ দিবসে মুক্ত আলোচনায় কৃষক ইমেচ চাকমা ও তুহিনা চাকমা বলেন, তৃণমূল উন্নয়ন সংস্থা থেকে বাস্তব প্রশিক্ষণ নিয়ে প্রকৃতি থেকে নিম গাছের রস, লতাপাতা ও গোবর থেকে জৈব সার প্রস্তুত করে তাদের জমিতে ব্যবহার করে আসছেন। এই পদ্ধতিতে কোন কীটনাশক ব্যবহার না করায় খরচ অনেকাংশে কম হয়। ফলনও ভালো হচ্ছে। এবং তাদের উৎপাদিত এই সবজি বাজারে বেশ চাহিদা রয়েছে।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, আজকে সরেজমিনে এসে মাঠ দিবসে আপনাদের কৃষি জমি পরিদর্শন করলাম। যেটা দেখলাম আপনারা সম্পূর্ণ বিষমুক্ত প্রাকৃতিক উপায়ে এবারে চাষ করছেন। কোন প্রকার রাসায়নিক সার ব্যবহার না করে প্রকৃতির প্রদত্ত গোবর এবং গাছের নির্যাস থেকে আপনারা জৈব সার, ভিটামিন ও সেক্স ফর মন ওষুধ তৈরি করে ব্যবহার করে আসছেন।
এতে একদিকে যেমন মানব জীবনে স্বাস্থ্য ঝুঁকি কমে আসছে অন্যদিকে মানুষ বিষমুক্ত সবজি খেয়ে শরীরের ভিটামিনের ঘাটতি পূরণ হচ্ছে। আপনাদের দেখাদেখি আশেপাশের আরো অনেক কৃষক উদ্বুদ্ধ হবেন এই চাষ পদ্ধতিতে। মাঠ দিবসে দীঘিনালা বানছড়ামুখ হেটম্যান পাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ সর্বস্থরের কৃষকরা অংশ নেন।