খাগড়াছড়িতে পাহাড়ে সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা জেলা প্রশাসনের

শেয়ার করুন

ছোটন বিশ্বাস: খাগড়াছড়িতে গত ২৭ সেপ্টেম্বর কিশোরীকে ধর্ষনের ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় যেসব পরিবার এবং ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসন।

২৯ ডিসেম্বর সোমবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা কার্যালয় সম্মেলন কক্ষে তৃতীয় দফায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে খাগড়াছড়ি স্বনির্ভর বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে আর্থিক অনুদানের চেক সহায়তা তুলে দেন খাগড়াছড়ি জেলা প্রশাসন মো.আনোয়ার সাদাত।

এসময় ৭জন আহতদের ১০হাজার টাকা ও ২৮টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০হাজার টাকা করে ৩৫টি পরিবারদের মোট ৬লাখ ৩হাজার টাকা অনুদানের চেক তুলে দেয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু, খাগড়াছড়ি প্রেসক্লাবে সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সহ স্থানীয় গণমান্যব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।