খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে (সিএইচটি) জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় সহনশীলতা বৃদ্ধি এবং জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবায়নাধীন “সিএইচটি অঞ্চলে সহনশীলতা সক্ষম করতে জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তিমূলক প্রকৃতিভিত্তিক সমাধান প্রসার” শীর্ষক প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর এলাকায় অবস্থিত তৃণমূল উন্নয়ন সংস্থার কার্যালয়ের আশীষ হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।
কর্মশালায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার স্যুইচিং অং মারমা।
এতে বিশেষ অতিথি ও অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ওমকার বিশ্বাস, তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট সুকিরণ চাকমাসহ বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, চলমান কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়,পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ,জলবায়ু সহনশীল জীবিকায়ন কার্যক্রম,নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ,প্রকৃতিভিত্তিক টেকসই সমাধানের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন।
কর্মশালায় বক্তারা বলেন, জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তিকে প্রাধান্য দিয়ে প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়ন করা গেলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দীর্ঘমেয়াদি পরিবেশগত সহনশীলতা গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রকৃতিভিত্তিক সমাধানের পাশাপাশি জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই প্রকল্প পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালাটি আয়োজন করে স্থানীয় উন্নয়ন সংস্থা তৃণমূল উন্নয়ন সংস্থা। এতে সহযোগিতা প্রদান করে হেলভেটাস বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (ইসিমোড)।