লক্ষ্মীছড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল

শেয়ার করুন

স্টাফ পোর্টার: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে চলছে ৭দিনের  শোকের কর্মসূচি।  বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে গত ২দিন ধরে কালোব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কালোপতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও দেয়া।

প্রথম দিন মঙ্গলবার বিকেলে দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করে। বেগম জিয়ার রাজনৈতিক জীবন, দেশ ও জনগণের কল্যাণে তাঁর অবদান স্মরণ করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন লক্ষ্মীছড়ি নূরানী মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আল আমিন।

উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সহ-সভাপতি দেলোয়ার ফরাজি, উপজেলা বিএনপির সহসভাপতি অংগ্য প্রু মারমা, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, দেশের ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

এদিকে বুধবার বাদ আছর ২য় দিনের মতো দেয়ার আয়োজন করা হয়। উপজেলা ওলামাদলের আহবায়ক মাও. আনোয়ার উল্লা মোনাজাত পরিচালনা করেন। উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: সামশুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মো: মকবুল আহমেদসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।