স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনা করে লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে তৃতীয় দিনের মতো দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ জামুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দেয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন লক্ষ্মীছড়ি উপজেলা ওলামাদলের সভাপতি আনোয়ার উল্লাহ।
উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সহ-সভাপতি দেলোয়ার ফরাজি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।