লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে সম্প্রীতি নারী ফুটবল টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন,শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে দুল্যাতলী আর্মি ক্যাম্প সংলগ্ন মাঠে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট (মহিলা দল) এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ১৯ জানুয়ারি সোমবার বিকেলে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে লক্ষ্মীছড়ি বালিকা ফুটবল একাদশকে ১-০গোলে হারিয়ে দুল্যাতলী বালিকা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রপি ও প্রাইজমানি তুলে দেন মিসেস রিজিয়ন কমান্ডার ও মিসেস জোন কমান্ডার।

পরে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগডিয়ার জেনারেল মো: নুরুল আমিন নারী খেলোয়ারড়দের উদ্দেশ্যে বলেন, জাতীয় দলের নারী খেলোয়াড় মনিকা চাকমার বাড়ি লক্ষ্মীছড়িতে। আরো অনেক মনিকা চাকমা হতে হবে। তোমরা অনেকেই খুব ভালো খেলেছো, তোমরা এক সময় জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করবে এই প্রত্যাশা রইল।

এ সময় লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও জোনের উপ-অধিনায়ক মেজর সাদ বিন সাঈদ ও মেজর ফাহাদ বিন আসাদ, লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাগ, জেলা পরিষদ সদস্য অনিময় চাকমা, বাজার পরিচালনা কমিটির সভাপতি মো: ফোরকান হাওলাদার, ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, ত্রিলন চাকমা ও সুইশালা চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিরা খেলা উপভোগ করেন। এ টুর্নামেন্টে লক্ষীছড়ি জোনের আওতাধীন মোট ৪টি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে।