মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা আর্দশ চাইল্ড স্কুলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী গরীব অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া।
২১ জানুয়ারি বুধবার বিকেল ৩টায় মহালছড়ি উপজেল মেধাবী গরীব অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের মহালছড়ি শাখার পরিচালক মোঃ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এবং মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের প্রতিনিধি মোহাম্মদ খালেদ মাসুদ সাগর।
ওয়াদুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রধান অতিথি বলেন ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন সবসময় মেধাবী অস্বচ্ছল পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহ স্কুল কলেজে ভর্তি পরীক্ষার জন্য ফরম পূরন করার আর্থিক সহযোগিতা প্রদান করে থাকেন।
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল মিন্টু, খাগড়াছড়ি জেলা বিএনপির অর্থ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ কামাল উদ্দিন দিপ্ত, জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল হক সহ প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গরীব, মেধাবী, অসহায়, অসচ্ছল বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীর শিক্ষা উপকরণ হাতে পেয়ে তারা অত্যান্ত আনন্দ অনুভব করেন।