খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে জাতীয়তাবাদী মারমা সম্প্রদায়ের বিশাল পথসভা

শেয়ার করুন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনে ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে জাতীয়তাবাদী মারমা সম্প্রদায়ের উদ্যোগে এক বিশাল পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এ পথযাত্রা চেঙ্গী স্কোয়ার হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়। পরে শাপলা চত্বরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় বিশাল সমাবেশ। বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি কংচাইরি মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ওয়াদুদ ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, “পাহাড়ি-বাঙালি, মারমা-বাঙালি—আমরা সবাই ভাইবোন। আমরা এমন একটি সম্প্রীতির সমাজ গড়ে তুলতে চাই, যার বন্ধন কেউ ভাঙতে পারবে না। ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক সম্মানের মাধ্যমে যদি আমরা অটুট বন্ধন সৃষ্টি করতে পারি, তবে কোনো অস্ত্রই আমাদের এই সম্প্রীতিকে ধ্বংস করতে পারবে না। তখন সব বন্দুকের নলই বাঁকা হয়ে যাবে, যদি আমরা ঐক্যবদ্ধভাবে অস্ত্রধারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। তিনি আরও বলেন, “বিভিন্ন বাধাবিপত্তি উপেক্ষা করে আজ মারমা সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ এই পথযাত্রায় অংশ নিয়েছেন—এতে আমি অত্যন্ত আনন্দিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সর্বপ্রথম মারমা সম্প্রদায়ের ভাগ্য উন্নয়নে কার্যকর প্রকল্প গ্রহণ করা হবে। মারমা জনগোষ্ঠীকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমাসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পথযাত্রা ও সমাবেশ ঘিরে মারমা সম্প্রদায়ের বিপুল উপস্থিতি খাগড়াছড়ির রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।