খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ইমাম, মুয়াজ্জিন ও ওলামা-মাশায়েখদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বৃহস্পতিবার খাগড়াছড়ি ইমাম, মুয়াজ্জিন ও ওলামা-মাশায়েখ মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের পদপ্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
সভায় ইমাম, মুয়াজ্জিন ও ওলামা-মাশায়েখ মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুফতি মাওলানা মোহাম্মদ এর সঞ্চালনায় সভাপতিত্ত্ব করেন, সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা হবীবুল্লাহ জাহাঙ্গীর।
মতবিনিময় সভায় প্রধান অতিথি খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের পদপ্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপির সাবেন চেয়ারপার্সন দেশনেত্রী ইসলামের আদর্শে আদর্শিত। দেশ ও দেশের মানুষের কথা ভাবতেন।ইমাম, মুয়াজ্জিন ও ওলামা – মাশায়েখদের ভালোবাসেন। পছন্দ করতেন। তার সন্তান তারেক রহমানও তার বিপরীত নয়। তাই আজকে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে আমি ইমাম, মুয়াজ্জিন ও ওলামা-মাশায়েখদের সাথে মতবিনিময়ের মধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছি।
একইসাথে পার্বত্য জেলা খাগড়াছড়ির উন্নয়নে কাজ করার সুযোগ চেয়ে সকলের কাছে দোয়া চেয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।
এতে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখা কমিটির সভাপতি মাওলানা আবু তাহের আনসারী, ইমাম, মুয়াজ্জিন ও ওলামা-মাশায়েখ মতবিনিময় সভা সমন্বয় কমিটির আহ্বায়ক আব্দুর রব রাজা, রামগড় উপজেলার প্রস্তুত কমিটির আহ্বায়ক মুফতি মীর হোসাইন, আহলে সুন্নত ওয়াল জামা’য়াত খাগড়াছড়ির সাধারণ সম্পাদক সাজেদ মাহমুদ সহ খাগড়াছড়ি নয়টি উপজেলার ইমাম, মুয়াজ্জিন ও ওলামা-মাশায়েখ’রা উপস্থিত ছিলেন।