ধানের শীষের পক্ষে প্রচারণা: লক্ষ্মীছড়িতে যুবদলের মতবিনিময় সভা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনমত গঠন ও নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা যুবদল ও লক্ষ্মীছড়ি উপজেলা যুবদলের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জানুয়ারি শনিবার লক্ষ্মীছড়ি উপজেলায় আয়োজিত এই মতবিনিময় সভার আয়োজন করে লক্ষ্মীছড়ি উপজেলা যুবদল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ। তারপর বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি দেবরানি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসির শিকদার, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক জমির আলি। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

লক্ষ্মীছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মকবুল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়াকে বিজয়ী করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং যুবসমাজকে আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনী মাঠে অগ্রণী ভূমিকা রাখার নির্দেশনা দেন।