অদুল-অনিতা ট্রাস্টের অর্থায়নে কেমরুং পাড়ায় নির্মিত হলো তৈমাচাং অনিতা চৌধুরী স্কুল

 অদুল-অনিতা ট্রাস্টের অর্থায়নে কেমরুং পাড়ায় নির্মিত হলো তৈমাচাং অনিতা চৌধুরী স্কুল

খাগড়াছড়ি প্রতিনিধি: ‍বিদ্যালয় বিহীন প্রত্যন্ত গ্রামে নির্মিত হলো তৈমাচাং অনিতা চৌধুরী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর অন্তর্গত কেমরুং পাড়ায় অবস্থিত। অদুল-অনিতা ট্রাস্টের অর্থায়নে সার্বিক তত্বাবধানে মূখ্য ভূমিকা পালন করেন শিক্ষা উন্নয়ন সংস্থা ও ত্রিপুরা সনাতনী গীতা সংঘ।

গত শুক্রবার (০৩ডিসেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরনির্মিত স্কুলের উদ্বোধন করেন অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী ও তার সহধর্মিণী অনিতা চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে অদুল কান্তি চৌধুরী শিক্ষার গুরুত্ব তুলে ধরে গ্রামের সকল অভিভাবকদের তাদের সন্তানকে নিয়মিতভাবে বিদ্যালয়ে পাঠানোর আহবান জানান এবং শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে ভবিষ্যতে একটি উচ্চ বিদ্যালয় ও ছাত্রাবাস নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি তিনি এলাকার পানীয় জলের সংকট নিরসনে দ্রুত ভিত্তিতে নলকূপ স্থাপন করে দেওয়ার কথা বলেন।

অনিতা চৌধুরী তার বক্তব্যে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তারাই আগামী দিনে দেশ, সমাজ ও জাতির কল্যাণে কাজ করবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা অর্জন করতে হবে। তাহলে আমরা জনসম্পদে রুপান্তর করতে পারবো। এসময় তিনি স্কুলের সার্বিক কার্যক্রম পরিচালনায় জন্য সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ঝর্ণা রানী ত্রিপুরা এলাকার সকল ধরণের সমস্যা সমাধানে যথাসাধ্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে গুইমারা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা এলাকার রাস্তাঘাট সংস্কার ও টিউবওয়েল স্থাপনের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন বলে জানান।

শিক্ষা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় সভাপতি প্রভাংশু ত্রিপুরা, শংকর মঠ ও মিশনের সাধারণ সম্পাদক কেশব কুমার সরকার, শিক্ষা উন্নয়ন সংস্থার সমন্বয়ক নবলেশ্বর দেওয়ান লায়ন, বিশ্ব হিন্দু পরিষদের যুগ্ম সম্পাদক দেবব্রত দেবনাথ জুয়েল, স্থানীয় কার্বারী ললিত ত্রিপুরা।

এসময় আরও উপস্থিত ছিলেন ত্রিপুরা সনাতনী গীতা সংঘের সহ-সভাপতি ও সাংবাদিক ত্রিপন জয় ত্রিপুরা, সাধারণ সম্পাদক অর্পন বিকাশ ত্রিপুরা, পথের ঠিকানা সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।

উদ্বোধনী দিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রমও পরিচালিত হয়। এসময় বিশেষজ্ঞ ১০ (দশ) জন চিকিৎসকের মাধ্যমে ০৮ (আট) শতাধিক ব্যক্তিকে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post