অনুর্ধ্ব ২০ ফুটবল টুর্ণামেন্ট’র ৭তম আসরের চুড়ান্ত পর্ব, পুরস্কার বিতরণ
মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে চৌংড়াছড়ি ফ্রেন্ডশীপ ক্লাব এর আয়োজনে মহালছড়ি সদর ইউপির ৫ নং ওয়ার্ডের সদস্য শাহাদাৎ হোসেন এবং চৌংড়াছড়ি গুচ্ছগ্রাম প্রকল্প চেয়ারম্যান ইমান আলী’র সার্বিক সহযোগিতায় লেমুছড়ি মাঠে শান্তিনগর একাদশ ও সবুজ পল্লী চালক সমিতি ফুটবল একাদশের মধ্যেকার চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। ২১ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় লেমুছড়ি মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রতন কুমার শীল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহালছড়ি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লাল মিয়া। খেলার শেষ পর্যায়ে সবুজ পল্লী চালক সমিতি ফুটবল একাদশ শান্তিনগর ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, খেলাধূলায় শরীর ও মন উৎফুল্ল রাখে এবং মদ, জুয়ার নেশা থেকে বিরত থাকা যায়। প্রত্যেকটি এলাকায় এ ধরণের খেলাধূলা আয়োজন করার আহবান জানান তিনি।