খাগড়াছড়ি প্রতিনিধি: চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’–এর অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের ২ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি, মগাইছড়ি এলাকার মো: হাফিজ(৪০) ও উপজেলা যুবলীগের স্বক্রীয় কর্মী, হাতিয়াছড়া গ্রামের মো: কামরুজ্জামান মানিক(৪৫)।
লক্ষ্মীছড়ি থানার এসআই মো: রিয়াজ উদ্দিন সাংবাদিকদের জানান, মগাইছড়ি বাজার থেকে মো: হাফিজ ও লক্ষ্মীছড়ি বাজার থেকে মানিককে আটক করা হয়েছে। এর মধ্যে হাফিজ পুৃলিশের এজাহারভূক্ত আসামী এবং মানিককে সন্দেহভাজন হিসেবে আটক করার পর আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নাশকতার আশংকায় তাদের আটক করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ডেভিল হান্ট ফেইজ-টু অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।