আমাদের অধিকার আমাদেরকেই রক্ষা করতে হবে-ওয়াদুদ ভূইয়া
স্টাফ রিপোর্টার: পরাজয় নিশ্চিত জেনে সরকার তথা আওয়ামী লীগ প্রশাসনকে ব্যবহার করে ভোট ছিনতাই করে জনগণের বিজয় ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। এসময় তিনি ৩০শে ডিসেম্বর সারা দিন ভোট দেয়ার পাশাপাশি ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সকলকে ভোট কেন্দ্র পাহাড়ায় থেকে আমাদের ভোটাধিকার আমাদেরকেই রক্ষা করতে হবে। বুধবার খাগড়াছড়ি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদের সমর্থনে জেলা শহরের কলেজ গেইট, সিঙ্গিনালা, বাঙ্গালগাটি, ক্ষুদ্র নৃ-গোষ্টি স¤প্রদায় মারমা অধ্যুষিত আপার পেরাছড়া ও বড়ুয়া অধ্যুষিত কল্যানপুর মৈত্রী বৌদ্ধ বিহার এলাকায় পৃথক পথসভা ও উঠান বৈঠক কালে তিনি এ আহ্বান জানান।
সরকার নির্বাচনে প্রভাব বিস্তার করছে অভিযোগ করে এসময় ওয়াদুদ ভূইয়া আরো বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের নামে চলছে প্রহসন। বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীদের প্রতিনিয়ত নির্বাচনী গণ-সংযোগে বাঁধা দেয়া হচ্ছে। নেতা-কর্মীদের এখনো মামলা দেয়া হচ্ছে, হামলা চালানো হচ্ছে। খাগড়াছড়ি‘র মাটিরাঙ্গা, মানিকছড়ি, রামগড়, পানছড়ি উপজেলাসহ বিভিন্ন এলাকায় নিজেরা নিজেদের অফিস ভেঙে, বোমা ফাটিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে নতুন নতুন মামলা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ওয়াদুদ ভূইয়া। সাবেক এ সংসদ সদস্য তার ২০০১-২০০৬ সময়ে রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, মসজিদ-মন্দির ও পাড়া মহল্লায় সু-সম উন্নয়ন এবং সা¤প্রদায়িক স¤প্রীতি প্রতিষ্ঠার বর্ণনা দিয়ে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।
এ সময় ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদ্য পদত্যাগী রামগড় উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ আওয়ামী লীগকে ভোট ডাকাত আখ্যা দিয়ে ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ সরকারে ও ক্ষমতায় থেকে নির্বাচন দেয়ার অর্থ হলো তারা ২০০৯ সাল থেকে দীর্ঘ ১০ বছর যে ভাবে ভোট ডাকাতি করেছে সেভাবে এবারও যেনো ডাকাতি করতে পারে। তাই আপনারা ভোট দিয়ে ঘরে ফিরে যাবেন না। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রে পাহাড়া দিয়ে আপনার-আমার আমানত রক্ষা করতে হবে।
খাগড়াছড়ি জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু তালেব কতৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি মূলে আরো জানানো হয়েছে গনসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি কংচাইরী মাস্টার মারমা, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার ও আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মামবুবুল আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, স্বেচ্ছা সেবক দলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা ছাত্রদলের সভাপতি সাহেদুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেনসহ জেলা-পৌর ও সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।