• December 27, 2024

আ’লীগ শান্তি চুক্তি করেছে, আ’লীগ চুক্তির বাস্তবায়ন করবে

রাঙামাটি  প্রতিনিধি: রাঙামাটি: মহিলা সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেছেন- আ’লীগ সরকার শান্তি চুক্তি করেছে, আর এ সরকারই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবে। বোরবার (২ডিসেম্বর) সকালে জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত শান্তি চুক্তির বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি চিনু আরও বলেন- পাহাড়ে এক সময় একটি গ্রুফ চাঁদাবাজি করলেও বর্তমানে চারটি গ্রুফ চাঁদাবাজিতে সক্রিয়। তাদের জ্বালায় অতিষ্ট পাহাড়ের বাসিন্দারা। চিনু জানান- সম্প্রতি রাজধানী ঢাকার একটি হোটেলে সংবাদের সন্মেলের সন্তু লারমা বলেছেন- সরকার নাকি চুক্তির ২৫ভাগ বাস্তবায়ন করেছে। কিন্তু সন্তুর এ কথাটি ঠিক নয়। চুক্তির ৯টি ধারা নিয়ে আলোচনা চলছে। চুক্তিটি চলমান প্রক্রিয়া।

চিনু আরও জানান- পর্যটন বিভাগকে জেলা পরিষদের অধীন হস্তান্তর করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ের বিষয়ে খুবুই আন্তরিক। এমপি চিনু বলেন- কোন সমস্যার অস্ত্র দিয়ে সমাধান করা যায় না। অস্ত্র রেখে সাধারণ মানুষের কাতারে আসুন। আলোচনার টেবিলে বসে সমাধান করুন।

এদিকে এর আগে বেলুন ও পায়রা উঁিড়য়ে আগত অতিথিরা বর্ষপূর্তি উদ্বোধনের শুভ সূচনা করেন।

জেলা পরিষদের চয়ারম্যান বৃষকেতু চাকমার সভাপতিত্বে এসময় জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সাদেক হোসেন, ডিজিএফআই রাঙামাটি শাখার অধিনায়ক কর্ণেল সামশুল আলম, রাঙামাটি জোন কমান্ডার কর্লেল রিদওয়ানুল ইসলাম, সিভিল সার্জন ডা: শহীদ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, জেলা আ’লীগের সহ-সভাপতি রুহুল আমীন প্রমুখ উপিস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post