ইউএনওর বদলী প্রত্যাহারের দাবীতে দীঘিনালায় সড়ক অবরোধ বৃহস্পতিবার
দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শহিদুল ইসলামের বদলি ঠেকাতে বৃহস্পতিবার দীঘিনালায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে দীঘিনালার সর্বস্তরের সাধারন জনগনের ব্যানারে এ সড়ক অবরোধের ডাক দেয়া হয়।
দ্বিতীয় দিনের মতো বুধবার সকালের দিকে ইউএনও এর বদলী ঠেকাতে রাস্তায় নেমে আসে দীঘিনালার শতশত মানুষ। দীঘিনালা সরকারী ডিগ্রী কলেজ মোড় থেকে বিভিন্ন শেণি-পেশার মানুষের অংশগ্রহনে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাসর্টামিনাল ঘুরে কলেজ মোড় চত্বরে গিয়ে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ অবরোধের ডাক দেয়া হয়।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সনাতন ছাত্র ও যুব পরিষদের নেতা জীবন চৌধুরী উজ্জ্বল, জ্ঞান চাকমা ও বাজার চৌধুরী জেসমিন চাকমা, ইউপি সদস্য মোবারক হোসেন, দীপংকর পোমাং (হেডম্যান) প্রমুখ বক্তব্য রাখেন।
অবিলম্বে বদলীর আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তারা বলেন, দীঘিনালাবাসী সরকারী এ আদেশ মানেনা। তারা বলেন, ইউএনও শেখ শহিদুল ইসলামের এ বদলী দীঘিনালার উন্নয়নকে বাঁধাগ্রস্থ করবে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি দীঘিনালা উপজেলা নির্বাহী কমকর্তা হিসেবে যোগদানের পর প্রায় দেড় বছরে তিনি প্রশাসক নয়, নিজেকে ‘দীঘিনালাবাসীর একজন’ হিসেবে প্রতিষ্ঠিত করেন। প্রশাসনিক কাজে নিজের কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন। দীঘিনালাবাসীর যেকোনো দুর্যোগে নিজেকে বিলিয়ে দিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন।
দায়িত্ব গ্রহণের দেড় বছর পর সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এক সরকারি আদেশে দীঘিনালার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শহিদুল ইসলামকে কুমিল্লার চৌদ্দগ্রামে বদলি করা হয়। বিষয়টি জানাজানি হলে ফুঁসে ওঠে দীঘিনালার সর্বস্তরের জনগণ। ইউএনওর বদলী ঠেকাতে ‘ফেসবুক থেকে রাজপথে’ নেমে আসে দীঘিনালার সর্বস্তরের জনগণ।