• November 22, 2024

উন্নয়নশীল দেশের ষ্ট্যাটাস পাওয়ায় গুইমারাতে আনন্দ সোভাযাত্রা

                  “শুধু মাত্র অবৈধ লেনদেন বন্ধ করা সম্ভব হলে দেশে ২% প্রবৃদ্ধি এমনিতেই অর্জিত হবে”
স্টাফ রিপোর্টার: এলজিসি(লেস ডেভেলপমেন্ট কান্ট্রি) স্বল্পোন্নত দেশের ষ্ট্যাটাস হতে উত্তরন ঘটিয়ে উন্নয়নশীল বাংলাদেশের খেতাব অর্জন করতে পারায় সারা ২২মার্চ বৃহস্পতিবার দেশের ন্যায় গুইমারাতে আনন্দ শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোিগতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক এঅর্জন উপলক্ষে বৃহস্পতিবার সকালে গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আনন্দ শোভা যাত্রায় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া নেতৃত্ব দেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা জিনা চাকমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, গুইমারা মাদ্রাসার সুপার জায়নুল আবদীন, ছাড়াও গুইমারা কলেজ মডেল হাই স্কুল, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা শোভা যাত্রায় অংশগ্রহণ করেন। গুইমারা মডেল হাই স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের অস্থায়ী সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়।

পরে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুইমং মারমার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, গুইমারা কলেজ অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, মাদ্রাসার সুপার জায়নুল আবদীন, গুইমারা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল, ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশের মত ৩য় বিশ্বের একটি দেশ অর্থনৈতিক বিপ্লব ঘটিয়ে এলজিসি বা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা অজর্নের মধ্যদিয়ে প্রমান করল যে আমরা বীরের জাতি। দেশের কাংখিত উন্নয়ন ঘটাতে অবৈধ লেনদেন বন্ধের উপর গুরুত্বারোপ করেন। গুইমারা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন জানান, শুধুমাত্র অবৈধ লেনদেন বন্ধ করা সম্ভব হলে দেশে শতকরা ২ভাগ প্রবৃদ্ধি এমনিতেই অর্জিত হবে জানিয়ে দেশের বর্তমান প্রবৃদ্ধির হার সিঙ্গেল ডিজিটের পরিবর্তে ডবল ডিজিটের অর্জণের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

অপরদিকে, উপজেলা তথ্য অফিস রামগড়ের উদ্যোগে গুইমারা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সরকারের উন্নয়নের বিভিন্ন দিক ও গত ১৭ মার্চ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে(ইকোসক) উন্নয়ন নীতি বিষয়ক কমিটি সিডিপি কর্তৃক বাংলাদেশকে এলজিসি(লেস ডেভেলপমেন্ট কান্ট্রি) বা স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ ঘটিয়ে উন্নয়নশীল দেশের ষ্ট্যাটাস দেওয়ার উপর প্রেস ব্রিফিং করা হয়। সহকারী তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার প্রেস ব্রিফিং করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post