করোনা থেকে রক্ষা পেতে মাটিরাঙ্গায় বিশেষ মোনাজাত, সবাইকে সতর্ক থাকার আহবান
নুরনবী অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা: সারা পৃথিবীর মতো আতঙ্ক সৃষ্টিকারী মহামারী মরণঘাতি করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে বাংলাদেশের বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলে। উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে প্রতিটি দিন পার করছে দেশের রাষ্ট্রযন্ত্রসহ সকল শ্রেণির সাধারণ মানুষ। সকলের ভাবনা কিভাবে কি করলে এই মহামারীর হাত থেকে বিশ্বের সকল মানব জাতিকে রক্ষা করা যাবে। তাই শুক্রবার ২০ মার্চ পবিত্র জুম্মার নামায শেষে মহান আল্লাহ্তায়াল‘র দরবারে বিশেষ মোনাজাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা হয়। ইসলামী বুজর্গ ও মুরববীদের অনুমান, আল্লাহর পাঠানো দ্বীনকে যথাযথভাবে না মানা ও দিন দিন ধর্মীয় অনুশাসনকে অবজ্ঞার কারনেই মহান আল্লাহ্ আমাদের শাস্তির নমুনা স্বরুপ পাঠিয়েছেন এই ভাইরাস রুপী মহামারী।
মোনাজাতে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার সাথে সাথে করোনাভাইরাসের আক্রমন থেকে রক্ষায় সরকারের পক্ষ থেকে যে নিদের্শনা দেওয়া হয়েছে তা সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনার মাধ্যমে কার্যকরী ভুমিকা রাখার আহবান জানান মাটিরাঙ্গা মসজিদের খতিব হারুন অর রশিদ আজিজী।
খুৎবা পাঠের আগে মসজিদে দাড়িয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ সামছুদ্দীন ভূইয়া বলেন, আমরা সকলে আল্লাহর সাহায্য কামনার পাশাপাশি সরকারের পরামর্শ ও আদেশ মেনে এই মহামারীর মোকাবেলায় সচেতনতার পরিচয় দিবো। ১ মার্চের ২০২০ এর পর যদি কেউ বিদেশ থেকে মাটিরাঙ্গায় তার নিজ বাড়ীতে ফিরে আসে তাহলে জেনে নিবো তিনি কোয়ারেন্টাইন কিংবা আইসোলেশন ব্যবস্থাপনা শেষ করেছেন কি না। যদি না করেন তাহলে সাথে সাথে আইন প্রয়োগকারী সংস্থ্যাকে জানাতে দেরি করবেন না। এছাড়া সরকারিভাবে ছলাফেরা ও পরিছন্ন থাকার বিষয়ে যে পরামর্শ দেয়া হয়েছে তা মেনে আহবান জানান তিনি।
এ ছাড়াও এই দিন আল্লাহতায়ালা‘র কাছে আশ্রয় চেয়ে মাটিরাঙ্গা সদর কেন্দ্রীয় জামে মসজিদ সহ উপজেলার সকল মসজিদগুলো বিশেষ মোনাজাত করা হয়েছে।