খাগড়াছড়ি কেন্দ্রীয় কবরস্থানের জঙ্গল পরিস্কারে যুবদল

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি,উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নির্দেশে সুন্দর ও পরিচ্ছন্ন জেলা গড়ার কার্যক্রম চলছে।
এরই অংশ হিসেবে ৪ জুলাই শুক্রবার খাগড়াছড়ি জেলা যুবদলের তত্ত্বাবধানে, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ এর নেতৃত্বে,সদর পৌর যুবদলের অংশগ্রহনে খাগড়াছড়ি কেন্দ্রীয় কবরস্থানের জঙ্গল পরিষ্কার- পরিচ্ছন্ন করা হয়েছে।
কবরস্থানে যার-জঙ্গলের কারণে কবর খোদাই করতে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হতো। এই কার্যক্রমের ফলে সহজেই কবর খোদাই ও দাফন সম্পন্ন করা যাবে। এতে অংশগ্রহণ করেন খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি-মাহবুব আলম সবুজ,সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম,পৌর যুবদলের আহবায়ক আবদুল মান্নান,সিনিয়র যুগ্ন আহবায় আব্দুর রহিম, সদস্য সচিব মোঃ মফিজ,যুগ্ম আহবায়ক-মোঃ হেলাল,সামছুল আলম সহ যুবদলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সদর পৌর যুবদলের অংশগ্রহণে ইতিমধ্যে জেলা সদরে অবস্থিতি খেজুর বাগান, কুমিল্লাটিলা,আত্ম মানব সহ বেশ কয়েকটি কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে।