চেঙ্গী নদীতে ফুল ভাসাতে গিয়ে প্রাণ গেলো এক কিশোরের
খাগড়াছড়ি প্রতিনিধি; খাগড়াছড়ি চেঙ্গী নদীতে বিজুর ফুল ভাসাতে গিয়ে চেঙ্গী নদীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক কিশোরের। মঙ্গলবার সকালে চেঙ্গী নদীর খবংপুড়িয়া অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর খাগড়াছড়ি পৌর শহরের উত্তর খবংপুড়িয়া এলাকার বাসিন্দা বিনোদ বিহারী চাকমার ছেলে অভিদান চাকমা মুন (১৪)।
বিনোদ বিহারী চাকমা জানান, বন্ধুদের সাথে সকালে চেঙ্গী নদীতে ফুল ভাসাতে গিয়েছিলো সে। তবে কখন পানিতে ডুবে যায় তা কেউ খেয়াল করেনি। দীর্ঘক্ষণ বাদে এক ব্যক্তির পায়ের সাথে মরদেহটি লাগার পর তা পানির ওপরে তোলা হয়। এরপর খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।