• March 12, 2025

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সংবাদ বর্জনের ঘোষনা

 খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সংবাদ বর্জনের ঘোষনা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) যৌথ প্রযোজনায় এক সভা অনুষ্ঠিত হয় । বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সভায় সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা ও সংবাদ নিয়ে সাামাজিক যোগযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে সাংবাদিকদের হয়রানি রোধে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়।

সভায় সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে চেয়ারম্যানের সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল , সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি কানন আশ্চর্য ।

সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও হস্তান্তরিত বিভাগের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা নিয়ে সংবাদ প্রকাশ অব্যাহত রাখার ওসিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা’র সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত হয়।

খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোন প্রকার প্রতিবন্ধকতা হলে তা ঐক্যবদ্ধ ভাবে
মোকাবেলার করার উপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post