খাগড়াছড়ি রিজিয়নের অসহায় ও দুস্থ্যদের মাঝে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে অসহায় হতদরিদ্র, শিক্ষার্থী ও দুস্তদের মাঝে চিকিৎসার জন্য আর্থিক সহায়তায় প্রদান করেছেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

২১ডিসেম্বর রবিবার দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নে ২০৩ পদাতিক বিগ্রেড ও খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন উপস্থিত থেকে প্রায় ৪০জন অসহায় হতদরিদ্র ও দুস্তদের মাঝে চিকিৎসা, ঘর নির্মাণ, শিক্ষার্থীদের পড়ালেখা এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড়দিন উদযাপনের লক্ষ্যে গির্জা সহ বিভিন্ন ক্যাটাগরিতে অনুদানের চেক তুলে দেন।

এসময় তিনি বলেন, আজকে এই অনুদান আপনাদের ব্যক্তিগত জীবনে ও পরিবারের চিকিৎসার কাজে লাগুক। আমরা চাই আপনি এবং আপনাদের পরিবারের সদস্যরা সুস্থ হয়ে আবার আমাদের মাঝে বেঁচে থাকুক। সুন্দর, সবুজ এ পাহাড় আপনার আমাদের সকলের। এখানে সবার বাঁচার অধিকার রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এ পাহারের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। এবং এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। এসময় অসহায় হতদরিদ্র শিক্ষার্থী, পঙ্গু ও দুস্থ্য পরিবারগুলো ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।