খাগড়াছড়িতে আর্ন এন্ড লিভ’ এর সহায়তায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: “সব সময় সঙ্গে আছি ভালো কাজের সাথে, উষ্ণতা আজ বিলিয়ে দিব শীতার্তদের মাঝে” এ স্লোগানে খাগড়াছড়িতে

অসহায়, শীতার্ত ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বেসরকারী স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘আর্ণ এন্ড লিভ’ এর উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সংগঠনটির পরিচালক লন্ডন প্রবাসী নারী উদ্যোক্তা ও সমাজসেবী ফরিদা ইয়াসমিন জেসি’র সহায়তায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেন খাগড়াছড়ি জেলা টীমের সদস্যরা। সকালে গুইমারাতে উপজেলার কবরস্থান মাঠে শতাধিক পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্যাঞ্চল প্রেসক্লাবের সভাপতি সাইফুর রহমান সজিব, গুইমারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: নুরুল আলম, সাংবাদিক মাসুদুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুইমারা উপজেলা সমন্বয় মো: রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply